প্রতিনিধি ২৩ মে ২০২৪ , ১:৫৫:২২ প্রিন্ট সংস্করণ
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান বলেছেন, বিএনপি কাগজের বাঘ হয়ে গেছে। কাগজে বাঘের ছবি থাকলেও হুংকার দিতে পারে না।
সন্ত্রাসী দলের কাছে আমরা গণতন্ত্র আশা করতে পারি না। শেখ হাসিনা গণতন্ত্রের লড়াই করে এসেছেন। একমাত্র শেখ হাসিনাই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারেন।
বুধবার (২২ মে) দুপুরে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের মিলনায়তনে আওয়ামী মৎস্যজীবী লীগের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, শেখ হাসিনার স্বীকৃতির মর্যাদা ধরে রাখতে হবে। ঢাকায় বসে থাকলে হবে না।
তিনি আরও বলেন, বিএনপি জামায়াত শিবির রাজপথে আন্দোলনের নামে মানুষ খুন করছে। জিয়াউর রহমান এক হাতে মাংস খেতেন, আরেক হাতে ফাঁসির রায় দিতেন। প্রতিদিন ৩০ থেকে ৪০ জনকে ফাঁসি দিয়েছেন। জিয়ার পরিবার খুনির পরিবার। এই পরিবার ক্ষমতায় আসলে আবার খুনির রাজ্য হয়ে যাবে।