অপরাধ

জাল নোটসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

  প্রতিনিধি ২৩ মে ২০২৪ , ১১:০৭:১০ প্রিন্ট সংস্করণ

জাল নোটসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
জাল নোটসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

নাটোর সদর থেকে ২৪ হাজার টাকা জাল নোটসহ স্বামী-স্ত্রী লাবনী আক্তার রিমু ও রিপন কে গ্রেপ্তার করেছে র্যা ব-৫।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদক, ছিনতাইকারীসহ জাল নোটের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ২১ মে ২০২৪ ইং তারিখ ২২:৩০ ঘটিকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার সদর থানাধীন ৩নং দিঘাপতিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ধরাইল বাজারে অভিযান পরিচালনা করে, (ক) বাংলাদেশী কথিত জাল ১০০০ (এক হাজার) টাকার নোট – ১২ টি, (খ) বাংলাদেশী কথিত জাল ৫০০ (পাঁচশত) টাকার নোট – ২৪ টি (গ) মোবাইল- ০২ টি, (ঘ) সীমকার্ড- ০৩ টিসহ আসামী ১। মোছাঃ লাবনী আক্তার রিমু (২০), স্বামী-মোঃ রিপন, ২। মোঃ রিপন (৩৩), পিতা-মোঃ শহিদুল ইসলাম, উভয় সাং-রনশি বারী, থানা-বাগমারা, জেলা- রাজশাহীদ্বয়কে গ্রেফতার করেন।

উপরোক্ত ঘটনায় নাটোর জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে।

আরও খবর

                   

সম্পর্কিত