প্রতিনিধি ২৩ মে ২০২৪ , ১০:৩০:১৬ প্রিন্ট সংস্করণ
বলিউড সুপারস্টার শাহরুখ খান বুধবার বিকেলে আহমেদাবাদের কেডি হাসপাতালে ভর্তি হন। হাসপাতাল কর্তৃপক্ষ নিউজ ১৮ কে তার ভর্তির বিষয়টি নিশ্চিত করলেও হাসপাতালে ভর্তির কারণ প্রকাশ করেনি।
সূত্রের খবর, শাহরুখ খান প্রথম আইপিএল প্লে অফ ম্যাচ দেখতে আহমেদাবাদে গিয়েছিলেন। ইভেন্ট চলাকালীন, প্রচণ্ড গরমের কারণে তিনি হিটস্ট্রোকে আক্রান্ত হন। যার ফলে তিনি অসুস্থ হয়ে পড়েন। এবং পরবর্তীকালে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। আইপিএল ম্যাচ দেখতে মঙ্গলবার সেখানে পৌঁছান তিনি।
সূত্রের খবর, বর্তমানে তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে তার স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
হাসপাতালে ভর্তির খবর ছড়িয়ে পড়লে তার ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়েন। বেশ কয়েকজন ভক্ত তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে কিং খানের জন্য উদ্বেগ প্রকাশ করেন।