প্রতিনিধি ৩০ মার্চ ২০২৪ , ২:৫৫:২৯ প্রিন্ট সংস্করণ
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং ২৮/০৩/২০২৪ তারিখ গ্রেফতার ১২ জন।
গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া
মোট ১২ জন আসামীদেরকে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) পলাশ কুমার রায়, কোতোয়ালী থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া চুরি মামলার আসামী ১। মোঃ সাগর হাসান(২৩), পিতা-মোঃ সালাম ফকির, মাতা-মোছাঃ সুমী, সাং-ধলিকান্দা (নতুন বাজার), ২।মোঃ আল মামুন(২৪), পিতামৃতঃ গিয়াস উদ্দিন, মাতা-মোছাঃ আয়েশা খাতুন, সাং-মধুপুর, ঈদগাহ মাঠ, ০২নং ওয়ার্ড, উভয় থানা-তারাকান্দা, ৩। মোঃ রাজিবুল হাসান রাজ(১৫), পিতা-মোঃ ইমরান হাসান শামীম, মাতা-মোছাঃ রাজিয়া সুলতানা মনি, সাং-শম্ভুগঞ্জ পশ্চিম বাজার (রঘুরামপুর), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) সুমন দেবনাথ, কোতোয়ালী থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। মোঃ বাবু মিয়া (৩৪), পিতা-মোঃ শফিক মিয়া, সাং-বাদেকল্পা, পশ্চিমপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হইতে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
র্যাব-১৪ ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১।মোঃ হৃদয় @ সাকিব (২৫), পিতা-মোঃ মিন্টু মিয়া, মাতা-মোছাঃ মিনু, সাং-চরপাড়া, বউবাজার, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন এবং তাহার নিকট হইতে ১৫০ পিস ইনজেকশন উদ্ধার করেন।
র্যাব-১৪ ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। মোঃ ইমরান হোসেন (২৪), পিতা-মোঃ নূর নবী, মাতা-আমেনা বেগম, সাং-খাগডহর, ৩০নং ওয়ার্ড, থানা- কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন এবং তাহার নিকট হইতে ১৬০ পিস টেপেন্ডা ট্যাবলেট উদ্ধার করেন।
এসআই(নিঃ) সুমন দেবনাথ, কোতোয়ালী থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া দস্যুতার চেষ্টা মামলার আসামী ১। মোঃ সানী (২৫), পিতামৃত-মুক্তার হোসেন, সাং-চর কালিবাড়ী দক্ষিনপাড়া, থানা: কোতোয়ালী, জেলা: ময়মনসিংহ’কে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) ত্রিদীপ কুমার বীর, কোতোয়ালী থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। আল আমিন (২৭), পিতামৃত-আমিরুল ইসলাম, ২। আল আমিন (৩২), পিতামৃত-ইয়াকুব আলী, ৩। মাসুদ রানা (২২), পিতা-আবুল কালাম, সর্ব সাং-ভাটি বাড়েরা, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদের গ্রেফতার করেন।
ইহাছাড়াও এএসআই(নিঃ) আল আমিন, সাজেদুল ইসলাম প্রত্যেকে থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০১ টি সিআর সাজা, ০১টি সিআর সহ মোট ০২টি বডি তামিল করেন।
সিআর সাজা গ্রেফতারী পরোয়ানায় ০১ জন।
১। তুষার ইমরান, পিতা-মৃত-আব্দুল জলিল, স্থায়ী: গ্রাম- বয়ড়া পোঃ সুতিয়াখালী , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা -ময়মনসিংহ
সিআর গ্রেফতারী পরোয়ানায় ০১ জন।
১। গোলাম মোস্তফা, পিতা-মৃত আঃ রশিদ বেপারী, স্থায়ী: গ্রাম- চর ঘাগড়া পোঃ ঘাগড়া, উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা –ময়মনসিংহ
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।