খেলা

বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম খেলতে নামছে বাংলাদেশ

  প্রতিনিধি ২১ মে ২০২৪ , ৯:৫৪:০৬ প্রিন্ট সংস্করণ

বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম খেলতে নামছে বাংলাদেশ

 স্বাগতিক হিসেবে এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলছে যুক্তরাষ্ট্র। আর সে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের প্রস্তুতি নিতেই বাংলাদেশ দল এখন সেখানে অবস্থান করছে।

 আজ মাঠে নামছে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে স্বাগতিকদের বিপক্ষে তিনটি টি–টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।

 আজ টেক্সাসের হিউস্টোনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে সিরিজের প্রথম টি-টোয়েন্টি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে- ২৩ ও ২৫ মে। একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের সব ম্যাচ।বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে স্বাগতিকদের বিপক্ষে তিনটি টি–টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।

যুক্তরাষ্ট্রে বিপক্ষে ফেভারিট হিসেবে শুরু করবে বাংলাদেশ। সব ম্যাচ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে তারা। পাশাপাশি জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে হওয়া কিছু ভুল সমাধানের চেষ্টাও করবে টাইগাররা।

আরও খবর

                   

সম্পর্কিত