আন্তর্জাতিক

চলতি মৌসুমে হজ করতে যাওয়া প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

  প্রতিনিধি ১৮ মে ২০২৪ , ১২:৪৬:০০ প্রিন্ট সংস্করণ

চলতি মৌসুমে হজ করতে যাওয়া প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
চলতি মৌসুমে হজ করতে যাওয়া প্রথম বাংলাদেশি হজযাত্রীর ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক :পবিত্র হজ পালন করতে গিয়ে মো. আসাদুজ্জামান নামে বাংলাদেশি এক হজযাত্রী মারা গেছেন। গত ১৫ মে তিনি মদিনায় মারা যান।

এটিই চলতি মৌসুমে হজ করতে যাওয়া প্রথম কোনো বাংলাদেশির মৃত্যু।শনিবার (১৮ মে) ভোররাত ৩টার দিকে হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

হজ ফ্লাইট শুরু হওয়ার পর গত রাত ৩টা পর্যন্ত ২৭ হাজার ১১১ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। অন্যদিকে এখনো ৪ হাজার ২৫৬ জন হজযাত্রীর ভিসা হয়নি।তথ্যমতে, ৬৮টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২৫টি, সৌদি এয়ারলাইনসের ২৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২০টি ফ্লাইট পরিচালনা করেছে।

আরও খবর

                   

সম্পর্কিত