প্রতিনিধি ১৮ মে ২০২৪ , ১২:৫৮:৪৭ প্রিন্ট সংস্করণ
মাদক বহনের সময় র্যাব-৫, সিপিসি-১ এর অভিযানে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থেকে ৩৩৫ বোতল ফেন্সিডিল সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
আটককৃত আসামী পেশাদার মাদক ব্যবসায়ী। আটককৃত আসামীর বাড়ী কুষ্টিয়া জেলা হলেও সে নিয়মিতই চাঁপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতো। বিশেষ গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানা যায় যে, উল্লেখিত সময় মাদকের একটি বড় চালান সরবরাহ করা হবে। উক্ত তথ্য মোতাবেক র্যাবের একটি আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক উক্ত স্থানে গোপনে অবস্থান নিয়ে অভিযান পরিচালনা করে মাদক সরবাহের সময় ৩৩৫ বোতল ফেন্সিডিল সহ উক্ত আসামীকে গ্রেফতার করা হয়।
১৬ মে ২০২৪ ইং তারিখ ২২:৩০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন শুক্রবাড়ী (বেলাল বাজার) গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে মাদক সরবরাহের সময় ১। মোঃ বাপ্পী মিয়া (২২), পিতা-মৃত জাহের আলী, মাতা-বিউটি বেগম, সাং-শিবপাড়া, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া’কে ৩৩৫ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করে।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় মামলা রুজু করা হয়েছে