প্রতিনিধি ১৭ মে ২০২৪ , ১২:৪২:৪৬ প্রিন্ট সংস্করণ
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং ১৬/০৫/২০২৪ তারিখ গ্রেফতার ১৯ জন।
গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়ামোট ১৯ জন আসামী গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) রুবেল মিয়া, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা
এলাকায় অভিযান পরিচালনা করিয়া চুরি মামলার আসামী ১। মোঃ মতিউর রহমান (৩৫), পিতা-আব্দুল গফুর,
মাতা-উম্মে কুলসুম, সাং-গোপালপুর, থানা-তারাকান্দা, জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) ইকবাল হোসেন, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা
এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ দুলাল মিয়া (৫২), পিতামৃত-কোরবান আলী,
সাং-রঘুরামপুর, ২। জাহাঙ্গীর আলম (২৭), পিতা-মোঃ মজিবুর রহমান, সাং-চর ঘাগড়া, উভয় থানা-কোতোয়ালী,
জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) ফারুক আহম্মেদ, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা
এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। রিমন (২১), পিতা-খোকন, সাং-আটানী পুকুর
পাড়, থানা কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এএসআই(নিঃ) হুমায়ুন কবির, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা
এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। জিহাব (২০), পিতা-আঃ হাই, ২। মোঃ আবু
রায়াহন (১৮), পিতামৃত-নাবু, ৩। হিসাম (২০), পিতা-আঃ সাত্তার, ৪। জনি (১৮), পিতামৃত-জব্বার, সর্ব সাং-
বলাশপুর, ৫। তৌফিক হোসেন তাওহিদ (১৯), পিতা-আঃ হাকিম, সাং-কেওয়াটখালী, সর্ব থানা-কোতোয়ালী, জেলা-
ময়মনসিংহদের কে গ্রেফতার করা হয়।
এএসআই(নিঃ) মাহমুদুল হাসান, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা
এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ শফিকুল হাসান (২৫), পিতা-মোঃ মজিবুর
রহমান, ২। মোঃ রবিন (২৭), পিতা-মোঃ শাহজাহান, উভয় সাং-উজান ঘাগড়া, থানা-কোতোয়ালী, জেলা-
ময়মনসিংহদ্বয়কে কে গ্রেফতার করা হয়।
ইহাছাড়াও এসআই(নিঃ) শুভ সাহা, তানভীর আহমেদ ছিদ্দীকী এএসআই(নিঃ) ফরহাদ উদ্দিন, রফিকুল
ইসলাম, সোহরাব হোসেন, হুমায়ুন কবির-১ প্রত্যেকে থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ০৮ জন
গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীদের গ্রেফতার করেন।
গ্রেফতারী পরোয়ানায়ভুক্ত আসামীর নাম-ঠিকানা।
১। তৌহিদ আহম্মেদ হজরত , পিতা-মোঃ মিয়া হোসেন, স্থায়ী: গ্রাম- মির্জাপুর, উপজেলা/থানা- কোতোয়ালী
মডেল, জেলা –ময়মনসিংহ
২। তৌহিদ আহম্মেদ হজরত , পিতা-মোঃ মিয়া হোসেন, স্থায়ী: গ্রাম- মির্জাপুর, উপজেলা/থানা- কোতোয়ালী
মডেল, জেলা -ময়মনসিংহ
৩। তৌহিদ আহম্মেদ হজরত , পিতা-মোঃ মিয়া হোসেন, স্থায়ী: গ্রাম- মির্জাপুর, উপজেলা/থানা- কোতোয়ালী
মডেল, জেলা –ময়মনসিংহ
৪। মোঃ মজিবুর রহমান , পিতা-শুকুর মাহমুদ, স্থায়ী : গ্রাম- বয়ড়া বেপারী পাড়া, পোঃ সুতিয়াখালী , উপজেলা/থানা-
কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ,
৫। সঞ্জীব কুমার দেব, পিতা-মৃত কাজল কুমার দেব, স্থায়ী: গ্রাম- শম্ভুগঞ্জ (শম্ভুগঞ্জ মাঝিপাড়া) ,
উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা –ময়মনসিংহ
৬। তৌহিদ আহমেদ, পিতা-মিয়া হোসেন, স্থায়ী: (সাাং-মির্জাপুর) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা –
ময়মনসিংহ,
৭। রতন রাজবর, পিতা-শিব নারায়ন রাজভর, স্থায়ী : (সাং- কাটা খালি সাহের কোয়াটার) , উপজেলা/থানা-
কোতোয়ালী মডেল, জেলা –ময়মনসিংহ
৮। মোঃ আল মামুন, পিতা-মজিবুর রহমান, স্থায়ী: (সাং-মধ্য বাড়েরা) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা –
ময়মনসিংহ
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।