আন্তর্জাতিক

ফুটবলকে বিদায় বললেন সুনীল ছেত্রী

  প্রতিনিধি ১৬ মে ২০২৪ , ১১:৪২:৫১ প্রিন্ট সংস্করণ

ফুটবলকে বিদায় বললেন সুনীল ছেত্রী
ফুটবলকে বিদায় বললেন সুনীল ছেত্রী

সময় পেরিয়েছে, বয়স প্রায় ৪০ ছুঁই ছুঁই। অনেকদিন ধরেই গুঞ্জন ছিল। বিদায় বলতে যাচ্ছেন ভারতের ফুটবল আইকন সুনীল ছেত্রী।

 অবশেষে আজ নিজের অবসর ঘোষণা করলেন ভারতের অধিনায়ক। আজ নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক ভিডিও বার্তায় নিজের অবসরের বিষয়টি জানিয়েছেন সুনীল ছেত্রী। 

বৃহস্পতিবার (১৬ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি ভিডিও বার্তায় অবসরের ঘোষণা দিয়েছেন সুনীল ছেত্রী।ভিডিওতে তিনি বলেন, “একটা দিন জীবনে কখনও ভুলতে পারব না; যেদিন দেশের জার্সি গায়ে প্রথমবার ভারতের হয়ে খেলতে নেমেছিলাম। অবিশ্বাস্য অনুভূতি। তবে তার আগের দিন সকালে জাতীয় দলে আমার প্রথম কোচ সুখী স্যর (সুখবিন্দর সিংহ) এসে আমাকে জানিয়েছিলেন, প্রথম একাদশে আমি রয়েছি। বলে বোঝাতে পারব না সেই অনুভূতি কেমন ছিল।আগামী ৬ জুন নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে নামবেন। কুয়েতের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডের ম্যাচেই দেশের হয়ে নিজের ফুটবল ক্যারিয়ারের ইতি টানছেন সুনীল। কুয়েতের বিপক্ষে দেশের মাটিতেই ভারতীয় ফুটবলকে বিদায় জানাবেন তিনি।  

২০০৫ সালের ১২ জুন পাকিস্তানের বিরুদ্ধে জাতীয় দলের জার্সি গায়ে প্রথম ম্যাচ খেলেন সুনীল। অভিষেক ম্যাচেই গোল করেছিলেন তিনি।  

আরও খবর

                   

সম্পর্কিত