প্রতিনিধি ১৬ মে ২০২৪ , ৯:৫৮:৫৬ প্রিন্ট সংস্করণ
এবার উপজেলা পরিষদের তৃতীয় ধাপের নির্বাচনে অংশ নেওয়া ৫১ জনকে একযোগে বহিষ্কার করেছে বিএনপি। একই কারণে এর আগের দুই ধাপে ১৪১ জনকে বহিষ্কার করা হয়।
বুধবার (১৫ মে) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় গঠনতন্ত্র মোতাবেক বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে তাঁদের বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতদের মধ্যে রংপুরে বিভাগে ১২ জন,রাজশাহী বিভাগে ৪ জন,বিভাগে ৫ জন, ঢাকা বিভাগে ৪ জন, ময়মনসিংহ বিভাগে ৯ জন, সিলেট বিভাগে ৭ জন, চট্টগ্রাম বিভাগে ১ জন, কুমিল্লা বিভাগে ৫ জন এবং খুলনা বিভাগে ৪ জন।
বহিষ্কৃত নেতাদের মধ্যে ১৭ জন চেয়ারম্যান পদে, ২৫ জন ভাইস চেয়ারম্যান পদে এবং ৯ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন।