মোহাম্মদ আলী ১৫ মে ২০২৪ , ৮:১৬:৩৬ প্রিন্ট সংস্করণ
৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৪ সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ১৫ মে মঙ্গল বার বিদ্যাময়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহফুজুল আলম মাসুম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোঃ আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন আনন্দ মোহন কলেজ এর অধ্যক্ষ অধ্যাপক মোঃ আমান উল্লাহ, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোঃআলমগীর হোসেন,জেলা শিক্ষা অফিসার মোহসিনা খাতুন,বিদ্যাময়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আক্তার।
ময়মনসিংহ সিটি কর্পোরেশন ও জেলা পর্যায়ের ২৮টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠান এর পূর্বে একটি সেমিনার অনুষ্ঠিত হয়।প্রধানমন্ত্রী ঘোষিত ‘বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি’ বাস্তবায়ন করতে হলে প্রযুক্তির যথাযথ ব্যবহার ও প্রয়োগ দেশব্যাপী সম্প্রসারণ আবশ্যক। আজকের তরুণরাই আগামীতে স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাই তাদেরকে বিজ্ঞানমনস্ক ও প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলার কোন বিকল্প নেই। এ লক্ষ্যকে সামনে রেখে তরুণ উদ্ভাবকদের উৎসাহ ও সহায়তা প্রদানের উদ্দেশ্যে আগামী ১৪ ও ১৫ মে ২০২৪ তারিখ ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠিত হয়েছে।ময়মনসিংহ জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী এ অনুষ্ঠানটি বিদ্যাময়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।সেমিনারে অলি ধূমকেতু এক্স এর উদ্ভাবক নাহিয়ান আল রহমান বলেন প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রীয়া আছে তার উপর ভিত্তি করে আমরা রকেট তৈরী করি।পৃথিবীর ১৩তম দেশ হিসাবে বাংলাদেশ ক্রাইজোনিক রকেট ইঞ্জিন উদ্ভাবনের সক্ষমতা অর্জন করে।অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহফুজুল আলম মাসুম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষিবিদ প্রফেসর ড.মোঃ আজিজুর রহমান।তিনি বলেন সমকালীন সময়ে ক্ষুদ্র তরঙ্গ নিয়ে কাজ করেছেন জগদীশ চন্দ্র বসু গাছ কথা বলে এর উদ্ভাবক আমরা যে স্যাটেলাইট রাডার ব্যাবহার করি।বিজ্ঞান হলো ভেরিফাই নলেজ যা পরিক্ষিত সত্যি।গত ১৪ মে প্রধান অতিথি জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্ধোধন করেন।অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহীনুল ইসলাম ফকির,ময়মনসিংহ পলিটেনিক ইন্সটিটিউট অধ্যক্ষ, অধ্যাপক মোঃ শওকত হোসেন নাছিমা আক্তার প্রধান শিক্ষক, বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।