অপরাধ

চট্টগ্রাম মহানগর গোয়েন্দার অভিযানে চোরাই প্রাইভেট কারসহ আটক ১

  প্রতিনিধি ১৫ মে ২০২৪ , ৪:৩০:৪২ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম মহানগর গোয়েন্দার অভিযানে চোরাই প্রাইভেট কারসহ আটক ১
চট্টগ্রাম মহানগর গোয়েন্দার অভিযানে চোরাই প্রাইভেট কারসহ আটক ১

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগের টিম-৪২ কর্তৃক চোরাই প্রাইভেট কারসহ একজন আটক।

গত ০৬/০৫/২০২৪ খ্রি. বিকাল আনুমানিক ১৫.০০টা থেকে ১৭.৩০ ঘটিকার মধ্যে যে-কোনো সময় পাঁচলাইশ থানাধীন মোহাম্মদপুর মোবারক আলী সওদাগর রোডস্থ একটি ভবনের পার্কিং থেকে অজ্ঞাতনামা চোর/চোরেরা একটি রূপালী রঙের প্রাইভেট কার চুরি করে নিয়ে যায়। উক্ত বিষয়ে গাড়ির মালিক মোহাম্মদ মাসুদ উদ্দীন বাদী হয়ে পাঁচলাইশ থানায় এজাহার দায়ের করেন।

ঘটনার পর উপ-পুলিশ কমিশনার ডিবি (বন্দর ও পশ্চিম) জনাব মুহাম্মদ আলী হোসেন মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং অতি. উপ-পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ সামীম কবিরের নির্দেশনায় পুলিশ পরিদর্শক রমিজ আহমদ সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা, তথ্যপ্রযুক্তি ব্যবহার এবং গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩/০৫/২০২৪ খ্রি. বিকাল ১৬.০০ ঘটিকার সময় আইনের সহিত সংঘাতে জড়িত শিশু আবীর হোসেন আলিফ (১৭)-কে শনাক্তপূর্বক হেফাজতে নেন। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সিএমপির চান্দগাঁও থানাধীন ০৬ নং ওয়ার্ডস্থ ইয়াছিন হাজির বাড়ির, নজরুল ভবনের পার্কিং হতে আবীর হোসেন আলীফের হেফাজত ও দেখানোমতে বাদীর চুরি যাওয়া প্রাইভেট কারটি উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে আলীফ স্বীকার করে যে, সে গত ০৬/০৫/২০২৪ খ্রি. বিকাল আনুমানিক ১৬.৩০ ঘটিকার সময় তার বাবার ব্যবহৃত গাড়ির চাবি দিয়ে বাদীর প্রাইভেট কারটি সুকৌশলে ঘটনাস্থল থেকে চুরি করে নিয়ে তার খালার বাসা নজরুল ভবনের পার্কিংয়ে লুকিয়ে রাখে এবং গাড়িটিকে যাতে শনাক্ত করা না যায় সেজন্য বাদীর চুরি যাওয়া প্রাইভেট কারের সামনের ও পিছনের নাম্বারপ্লেট খুলে রাখে।

আরও খবর

                   

সম্পর্কিত