প্রতিনিধি ১৫ মে ২০২৪ , ৩:০৭:২৫ প্রিন্ট সংস্করণ
ঢাকার অলি-গলিতে দাপিয়ে বেড়ায় ব্যাটারিচালিত রিকশা। দুর্ঘটনার শঙ্কা জানিয়ে বিভিন্ন সময় এসব রিকশা বন্ধের দাবি জানিয়ে আসছিল বিভিন্ন মহল।
এবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব তিন চাকার যান বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
বুধবার (১৫ মে) ঢাকার বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয়ে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন, ‘ব্যাটারিচালিত কোনো তিন চাকার গাড়ি যেন ঢাকা সিটিতে না চলে। আমরা ২২টি মহাসড়কে নিষিদ্ধ করেছি। শুধু নিষেধাজ্ঞা নয়, এসব যেন চলতে যেন না পারে, সেই ব্যবস্থা নিতে হবে।’
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, সিদ্ধান্তে আসা দরকার যে, ঢাকায় ইজিবাইক বা অটোরিকশা চলবে না। এটি খুব ঝুঁকিপূর্ণ।
সভায় বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান, সড়ক ও সেতু মন্ত্রণালয়ের সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী, বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার উপস্থিত ছিলেন।