প্রতিনিধি ১৫ মে ২০২৪ , ১২:৩৬:০৬ প্রিন্ট সংস্করণ
অন্য যেকোনো মৌসুমের তুলনায় এবারের সময়টা ভালোই যাচ্ছে অ্যাস্টন ভিলার। ইউরোপিয়ান কাপ থেকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ নামকরণের পর প্রথমবার প্রতিযোগিতাটিতে খেলার সুযোগ তৈরি হয়েছে তাদের সামনে।
চলতি মৌসুমে পয়েন্ট টেবিলে দলকে উপরে রাখতে গোলবারে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন মার্টিনেজ।
লিগে নতুন এক রেকর্ড করেছেন অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। বাংলাদেশ সময় সোমবার (১৩ মে) দিবাগত রাত ১টায় ভিলা পার্কে লিভারপুলের সঙ্গে ম্যাচে আত্মঘাতি গোল করেছেন তিনি। এর মধ্য দিয়ে সবচেয়ে বেশি ”আত্মঘাতি গোলের” লজ্জার রেকর্ডে নাম লিখিয়েছেন মার্টিনেজ।
এমি মার্টিনেজের ভুলে ম্যাচের শুরুতেই ধাক্কা খায় অ্যাস্টন ভিলা। খেলার দুই মিনিটের সময় মোহাম্মদ সালাহর পাস ধরে ডান প্রান্ত থেকে ক্রস করেন লিভারপুল উইঙ্গার হার্ভি এলিয়ট। বলটি অ্যাস্টন ভিলা গোলকিপার মার্টিনেজের সোজাসুজি গেলেও হাতে রাখতে পারেননি। বল পড়ে যাওয়ার পর ঠেকাতে যান মার্টিনেজ। তবে তার ডান হাতের টোকায় জালে জড়ায় বল।আর প্রিমিয়ার লিগের প্রথম গোলরক্ষক হিসেবে সর্বোচ্চ ৩ ”আত্মঘাতী গোলে” নিজের নাম লেখান মার্টিনেজ।