তারাকান্দা প্রতিনিধি :প্রভাষক জাহাঙ্গীর আলম ১৪ মে ২০২৪ , ৯:৫৪:৩০ প্রিন্ট সংস্করণ
১৪ মে ২৪ ইং ময়মনসিংহের তারাকান্দায় বসত ঘরের ধন্যার সাথে ফাঁস দিয়ে রাজন মিয়া(১৮) নামের এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আত্নহননকারী যুবক উপজেলার ৪ নং গালাগাঁও ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের বারইপুকুরিয়া গ্রামের মৃত চাঁন মিয়ার পুত্র। ১৪ মে(মঙ্গলবার)সকাল সাড়ে দশটায় আত্নহত্যার ঘটনাটি ঘটিয়েছে যুবক রাজন।
গালাগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান তালুকদার জানান,বারইপুকুরিয়া গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে রাজন মিয়া সে মানসিকভাবে কিছুটা অপ্রকৃতস্থ ছেলে ।
এর আগে আরও দুবার সে আত্মহত্যার চেষ্ঠা করেছে।রাজনের মা অন্যের বাড়ীতে কাজ করে সংসার চালায়। সেও মাঝে মাঝে অন্যের বাড়িতে মাঝে মধ্যে কাজ করত।
বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা উপপরিদর্শক মো: রায়হানুর রহমান জানান,সকাল সাড়ে দশটা নাগাদ রাজন আত্মহত্যা করে বলে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই।আত্মীয় স্বজনের সাথে কথা বলে জানা গেছে রাজন কিছুটা অপ্রকৃতস্থ ছিলো। আত্মীয় স্বজন ও এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে দাফনের জন্য রাজনের লাশ বিনা ময়নাতদন্তে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে কেন এ আত্মহত্যা কিছু জনমনে প্রশ্ন রয়েছে? সরেজমিনে এমনটাই জানিয়েছেন কিছু স্থানীয় লোকজন।