আন্তর্জাতিক

পিএসজি সভাপতির সঙ্গে এমবাপ্পের বাকযুদ্ধ!

  স্পোর্টস ডেস্ক ১৪ মে ২০২৪ , ৯:০১:৩৫ প্রিন্ট সংস্করণ

পিএসজি সভাপতির সঙ্গে এমবাপ্পের বাকযুদ্ধ!
পিএসজি সভাপতির সঙ্গে এমবাপ্পের বাকযুদ্ধ! ছবিঃ সংগৃহীত

বরুশিয়া ডর্টমুন্ডের কাছে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে হেরে বিদায় নেয়ার পর সরাসরিই পিএসজি ছাড়ার ঘোষণা দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে।

লিগ ওয়ানের ক্লাবটির জার্সিতে এরই মধ্যে কিংবদন্তির আসনে বসেছেন এই ফরাসি তারকা। ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা তিনিই। ফরাসি ক্লাবটি ছাড়ার আগেই অবশ্য মালিকপক্ষের সঙ্গে এমবাপ্পের সম্পর্কের ভাঙনের খবর শোনা যাচ্ছে।

সম্প্রতি এক ভিডিও বার্তার মাধ্যমে প্যারিস অধ্যায়ের ইতি টানেন এমবাপ্পে। সেই ভিডিও বার্তায় অনেককেই ধন্যবাদ জানান এই বিশ্বকাপজয়ী ফুটবলার। ক্লাবের কোচ,স্টাফ,কর্মকর্তাদের স্মরণ করেন।বিদায়ী বার্তায় ক্লাবের প্রেসিডেন্ট নাসের আল খেলাইফির নাম নেননি তিনি। যা নিয়ে বেশ ক্ষুব্ধ ছিলেন খেলাইফি।চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে বিদায়ের পর আনুষ্ঠানিকভাবেই ক্লাব ছাড়ার বিষয়টি জানিয়েছেন এমবাপ্পে। গত ১১ মে তুলুসের বিপক্ষে লিগের ম্যাচের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে জানান তার ক্লাব ছাড়ার বিষয়টি। সেই ভিডিওবার্তায় ক্লাবের সমর্থকসহ অনেকের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন এমবাপ্পে। কিন্তু সেই পোস্টের কোথাও ক্লাবের প্রেসিডেন্ট নাসের আল খেলাইফির নাম উল্লেখ করেননি তিনি।

আরও খবর

                   

সম্পর্কিত