প্রতিনিধি ১৪ মে ২০২৪ , ৫:৪৭:২৭ প্রিন্ট সংস্করণ
৪৩ বছর বয়সী স্বস্তিকার বিপরীতে ৩২ বছরের রাজ,কলকাতার বহুল আলোচিত-সমালোচিত অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। ৪৩ বছর বয়সী এই অভিনেত্রী বিভিন্ন সময় সমালোচিত হয়েছেন।
এবার এই নায়িকাকে বাংলাদেশের হিমু আকরামের ‘আলতাবানু জোছনা দেখেনি’ সিনেমায় দেখা যাবে। এতে তার বিপরীতে অভিনয় করবেন ৩২ বছর বয়সী শরিফুল রাজ।
ইতোমধ্যে সবকিছু চূড়ান্ত করা হয়েছে। সিনেমাটি প্রযোজনায় থাকছে বেঙ্গল মাল্টিমিডিয়া।সিনেমার বিষয়ে রাজ জানান, এখনও এ বিষয়ে কিছু বলতে চান না তিনি।
নিজের গল্পেই প্রথম সিনেমা বানাবেন হিমু। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন যৌথভাবে হিমু আকরাম, মোহাম্মদ নাজিম উদ দৌলা ও মোহাম্মদ নাজিম উদ্দিন।
সৈয়দপুর, সুন্দরবন, রাজেন্দ্রপুরের শালবনে মিস্টেরিয়াস গল্পের সিনেমাটির দৃশ্যধারণ হবে বলে জানা গেছে। তারকাবহুল সিনেমাটিতে স্বস্তিকা-রাজের পাশাপাশি ইরেশ যাকের, মামুনুর রশীদ, সোহেল মণ্ডলসহ অনেকেই অভিনয় করবেন বলে জানিয়েছেন নির্মাতা।