প্রতিনিধি ১৪ মে ২০২৪ , ৫:৩৩:৪৫ প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ থেকে গতকাল রাত ১টা ৫৯ মিনিট পর্যন্ত ১৫ হাজার ৫১৫ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। মোট ৩৯টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান।
এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ১১ হাজার ৭৬৮ জন হজযাত্রী রয়েছেন। এখন পর্যন্ত ৭৪ হাজার ৮৯৭টি ভিসা ইস্যু করা হয়েছে।
হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিনের তথ্যানুযায়ী, সোমবার (১৩ মে) পর্যন্ত এ সংখ্যক হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তবে এখনও ১০ হাজার ৩৫০ জনের ভিসা হয়নি।
হেল্প ডেস্কের মতে, ৩৯টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৩টি, সৌদি এয়ারলাইন্সের ৯টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৭টি ফ্লাইট পরিচালনা করেছে।
সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন হজ অনুষ্ঠিত হতে পারে। হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা ২৫৯টি। হজ ফ্লাইট শুরু হয়েছে ৯ মে।১০ জুন শেষ হজ ফ্লাইট। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২০ জুন আর শেষ ফিরতি ফ্লাইট ২২ জুলাই।