অপরাধ

৯৮৩ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট’সহ ব্যবসায়ী গ্রেফতার

  প্রতিনিধি ১৩ মে ২০২৪ , ১২:৩৩:১৭ প্রিন্ট সংস্করণ

৯৮৩ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট’সহ ব্যবসায়ী গ্রেফতার
৯৮৩ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট’সহ ব্যবসায়ী গ্রেফতার

*কিশোরগঞ্জে ৯৮৩ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট’সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প।*

র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উৎঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র‌্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। র‌্যাব-১৪ এর দায়িত্বপূর্ণ এলাকায় মাদক সংক্রান্ত অপরাধ কর্মকান্ড দমনের লক্ষ্যে র‌্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায়, র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একজন মাদক ব্যবসায়ী মোটরসাইকেলে করে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিয়ে কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন চৌদ্দশত দিক হইতে কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন বত্রিশ এলাকার দিকে আসতেছে। এমন সংবাদের ভিত্তিতে উক্ত তথ্যের সত্যতা যাচাই ও উক্ত মাদক ব্যবসায়ীকে আইনের আওতায় আনার জন্য ইং ১২/০৫/২০২৪খ্রি. তারিখ ১১:০০ ঘটিকার সময় র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন বত্রিশ বাসস্ট্যান্ড মোড়ে পাঁকা রাস্তার উপর তল্লাশী চৌকি স্থাপন করে গাড়ী তল্লাশী করতে থাকে। তল্লাশিকালে ইং ১২/০৫/২০২৪খ্রি. তারিখ ১১:৩০ ঘটিকার সময় ০১টি মোটরসাইকেল তল্লাশি চৌকির কাছাকাছি আসলে মোটরসাইকেলটি থামার জন্য সংকেত দিলে, র‌্যাবের রাস্তা বেরিকেডের সামনে মোটরসাইকেলটি থামামাত্রই উক্ত মোটরসাইকেল চালক পালানোর প্রস্তুতিকালে তাকে আটক করে। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে ৯৮৩(নয়শত তিরাশি) পিস ইয়াবা ট্যাবলেট, ০১টি মোবাইল ও মাদক বিক্রয়লব্দ নগদ-৫,৪০০/-(পাঁচ হাজার চারশত) টাকা এবং ০১টি মাদক ব্যবসার কাজে ব্যবহৃত মোটরসাইকেলটিও উদ্ধার করে জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তির নাম মোঃ ইমরান মিয়া(৩৪), পিতা-মোঃ আঃ সোবহান, সাং-বামুটিয়া, ইউপি-পাহাড়পুর, থানা-বিজয়নগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া বলে জানায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে ধৃত আসামী মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

উক্ত বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার সদর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও খবর

                   

সম্পর্কিত