প্রতিনিধি ১৩ মে ২০২৪ , ১১:৪৯:২৬ প্রিন্ট সংস্করণ
নির্মাণ শেষ হয়েছিল ২০২২ সালের প্রথম ভাগেই। তখন নির্মাতা রাশিদ পলাশ জানিয়েছিলেন ঈদুল আজহার পর অর্থাৎ ওই বছরের আগস্টে ছবিটি মুক্তি দেবেন প্রেক্ষাগৃহে।
অবশেষে সেই ছবিটি মুক্তির নতুন ঘোষণা দিলেন নির্মাতা।
গোলাম রাব্বানীর গল্প ও চিত্রনাট্যে ছবিটির মূল চরিত্রে অভিনয় করেছেন ইয়ামিন হক ববি। বিপরীতে রয়েছেন সুদীপ বিশ্বাস দ্বীপ। তাদের নিয়ে চলচ্চিত্রটি পরিচালনা করেছেন নির্মাতা রাশিদ পলাশ। প্রেম আর প্রতারণার গল্পের এই চলচ্চিত্রটি একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে তৈরি হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা।
রাশিদ পলাশ বলেন, ’এরই মধ্যে ছবিটি মুক্তি দেওয়ার জন্য কয়েকটি তারিখ আমরা নির্ধারন করেছিলাম। কিন্তু সময়গুলো ঠিক ছবিটির জন্য পারফ্যাক্ট মনে হচ্ছিল না। ঈদে সবাই একটা ফেস্টিভ মুডে থাকে। তাই আমরা এই সময়টা বেছে নিয়েছি। আমরা চাই মানুষ আমাদের সিনেমাটা দেখুক।’
ময়ূরাক্ষীর সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব এবং গান গেয়েছেন মুহিন খান, কোনাল, পুর্ণতা, তরসা ও জাহিদ নিরব।