আন্তর্জাতিক

জিম্মিদের মুক্তি দিলে আজ থেকেই গাজায় যুদ্ধবিরতি সম্ভব : বাইডেন

  প্রতিনিধি ১৩ মে ২০২৪ , ১০:০৭:৩৮ প্রিন্ট সংস্করণ

জিম্মিদের মুক্তি দিলেই গাজায় যুদ্ধবিরতি সম্ভব : বাইডেন
জিম্মিদের মুক্তি দিলেই গাজায় যুদ্ধবিরতি সম্ভব : বাইডেন ছবিঃ সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার বলেছেন, ফিলিস্তিনী সংগঠন হামাস জিম্মিদের মুক্তি দিলে যত তাড়াতাড়ি সম্ভব ‘আগামীকালই’ গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা যাবে। সূত্র: এনডিটিভি

joe-bidden.1.829007.jpg

প্রেসিডেন্ট বলেন, ‘হামাস যদি (আজ) সব জিম্মিকে ছেড়ে দেয়, তাহলে আগামীকালই গাজায় যুদ্ধবিরতি সম্ভব। ইসরাইলের কর্মকর্তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা বলেছেন, গাজায় যুদ্ধবিরতি এখন পুরোটাই হামাসের ওপর নির্ভর করছে। যদি হামাস জিম্মিদের ছেড়ে দেয়, তাহলে আজ থেকেই গাজায় ইসরাইলি অভিযান বন্ধ করা হবে এবং আগামীকাল থেকে আনুষ্ঠানিক যুদ্ধবিরতি ঘোষণা করা হবে।’ গত ৭ অক্টোবর ইসরাইলের ভূখ-ে প্রবেশ করে ১ হাজার ২০০ জনকে হত্যা করে হামাস যোদ্ধারা, সেই সঙ্গে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় আরও ২৪০ জনকে। 

এর আগে বুধবার জো বাইডেন ইসরাইল গাজার জনাকীর্ণ শহর রাফাহ অভিযান চালালে যুক্তরাষ্ট্র দেশটিতে কামানের গোলা ও অন্যান্য অস্ত্র সরবরাহ বন্ধ করে দেবে বলে হুঁশিয়ার করেছিলেন।

আরও খবর

                   

সম্পর্কিত