প্রতিনিধি ১৩ মে ২০২৪ , ১২:১০:০০ প্রিন্ট সংস্করণ
কাজলরেখা ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। চ্যানেল আইয়ের রিয়েলিটি শো সেরা নাচিয়ে দিয়ে বিনোদন অঙ্গনে যাত্রা শুরু করা মন্দিরা
অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও বেশ আলোচনায় মন্দিরা। প্রেমের সম্পর্কের কারণে তাঁকে ঘিরে চলছে এ আলোচনা। মন্দিরাও অকপটে জানালেন, তিনি প্রেম করছেন।এ বিষয়ে মন্দিরা বলেন, ‘আমরা খুবই ভালো বন্ধু।
প্রেমটা হওয়ার সুযোগ নেই আসলে। বলতে পারি, সে আমার খুবই ভালো একজন বন্ধু হয়ে উঠেছে। শুটিংয়ের সময় সে আমার বন্ধু ছিল না। কারণ, তখন আমার সঙ্গে তার বেশি কথা হতো না, খুবই কম। আমাদের শুটিং হচ্ছিল ২০২২ সালে। এখন সে যে লাইফটা কাটাচ্ছে, তখন সে এই লাইফে ছিল না। তার তখন সন্তান হয়েছিল, সবকিছু মিলিয়ে সে তার মতো ছিল। তখন মাত্রই আমাদের প্রথম দেখা।’