প্রতিনিধি ১৩ মে ২০২৪ , ১২:০০:০০ প্রিন্ট সংস্করণ
আফগানিস্তানের উত্তরাঞ্চলে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়ে গেছে। গতকাল শনিবার জাতিসংঘ ও তালেবানের কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, বন্যার কারণে এক হাজারেরও বেশি বাড়ি বিধ্বস্ত হয়েছে। এটি গত কয়েক সপ্তাহ জুড়ে অস্বাভাবিক ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট অসংখ্য বন্যার অন্যতম।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে,মানুষ বাঘলানের হাসপাতালে জড়ো হয়েছেন। তারা সবাই তাদের স্বজনকে খুঁজছেন। এ সময় একজন কর্মকর্তা বলেন, তাদের কবর খনন শুরু করা উচিত। তাদের কর্মীরা দাফনের জন্য মরদেহগুলোকে প্রস্তুত করছেন।
তালেবান কর্তৃপক্ষ জানায়,বাঘলানের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে উদ্ধারকর্মীরা ত্রাণ নিয়ে এসেছেন।
আর ডব্লিউএফপি জানায়,যারা এখনো বেঁচে আছেন, তাদের কাছে তারা বাড়তি পুষ্টিযুক্ত বিস্কিট সরবরাহ করা হচ্ছে।