আন্তর্জাতিক

জামিন পেলেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল, থাকবেন ভোটের মাঠে

  প্রতিনিধি ১০ মে ২০২৪ , ৭:৩৩:৩৭ প্রিন্ট সংস্করণ

জামিন পেলেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল, থাকবেন ভোটের মাঠে
জামিন পেলেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল, থাকবেন ভোটের মাঠে ছবিঃ সংগৃহীত

অবশেষে অন্তর্বর্তী জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লি আবগারি দুর্নীতি মামলায় তাঁর জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট।

আগামী ১ জুন পর্যন্ত মুক্তি দেওয়া হয়েছে তাঁকে। যদিও গণনানর আগে তাঁকে ফের জেলবন্দি করা হবে।

আবগারি দুর্নীতি মামলায় ২৩ দিনের জন্য জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার (১০ মে) ভারতীয় সুপ্রিম কোর্ট জানিয়েছে, কেজরিওয়ালকে জামিন দেওয়া হচ্ছে। তবে সেটির মেয়াদ থাকবে আগামী ১ জুন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর নিশ্চিত করেছে। 

আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকেই জামিন পাওয়ার চেষ্টা করছিলেন মুখ্যমন্ত্রী। দিল্লি হাইকোর্টে জামিনের আবেদন করেছিলেন,তবে তা খারিজ করে দেন আদালত। তারপরই সুপ্রিম কোর্টে জামিনের আবেদন জানান এএপি সুপ্রিমো।

আরও খবর

                   

সম্পর্কিত