বিনোদন ডেস্ক ১০ মে ২০২৪ , ৪:১০:১৬ প্রিন্ট সংস্করণ
কয়েক বছর আগেই হেইলিকে বিয়ে করেছেন মার্কিন সংগীতশিল্পী জাস্টিন বিবার। মাঝে একবার এই জুটির বোঝাপড়ায় অবনতি হওয়ারও গুঞ্জন পাওয়া যায়।এবার শোনা যাচ্ছে আবারও নাকি বিয়ে করেছেন বিবার।
এই তারকা শিল্পীর বিয়ের কথা শুনে হয়ত হকচকিয়ে যেতে পারেন নেটিজেনরা। কেননা হেইলিকে তো এখনো ডিভোর্স দেননি তিনি, তাহলে কীভাবে আবারও বিয়ের পিঁড়িতে বসবেন!
জাস্টিন বিবার বাবা হওয়ার সংবাদটি নিজেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন। স্ত্রীর বেবিবাম্পের ছবি পোস্ট করে অনুরাগীদের দিলেন সুখবর।খ্রিস্টান সংস্কৃতি মতে আবারও ফাদারের সামনে বিয়ে করলেন জাস্টিন ও হেইলি
উল্লেখ্য, ২০১৮ সালে অনেকটা চুপিসারেই বিয়ে করে নেন জাস্টিন-হেইলি। বিয়ের খবর কেউই প্রকাশ্যে আনেননি। এরপর বিয়ের চার বছর পূর্তিতে তাদের বিবাহের কথা স্বীকার করেন তারকা জুটি। আর বিয়ের ৬ বছর পর অবশেষে পিতৃত্বের স্বাদ পেতে যাচ্ছেন জাস্টিন। সূত্র: বিবিসি