প্রতিনিধি ১০ মে ২০২৪ , ২:৪৫:৩৪ প্রিন্ট সংস্করণ
*ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দশম শ্রেনীর শিক্ষার্থী ধর্ষণ: মুল অভিযুক্ত জহিরুল ইসলাম মনির(২০) র্যাবের গোয়েন্দা জালে*
১। র্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি ও সন্ত্রাস, মাদক, অস্ত্র, অপহরণ, হত্যা, নারী নির্যাতন ও ধর্ষণসহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক ইতোমধ্যেই বিশেষ ভাবে প্রশংসিত হয়েছে। র্যাব-১৪ এর দায়িত্বপূর্ণ এলাকায় ধর্ষণের মতো চাঞ্চল্যকর অপরাধ কর্মকান্ড দমনের লক্ষ্যে র্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় আইন বিরোধী কর্মকান্ড থেকে সমাজ তথা দেশকে বাঁচাতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে
২। এজাহারে বাদীর বক্তব্য ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, বাদী মোছাঃ জায়েদা খাতুন(৫৫) এবং আসামী জহিরুল ইসলাম মনির প্রতিবেশি। ভিকটিম (১৫) সম্পর্কে বাদীর মেয়ের ঘরের নাতনি। ভিকটিম ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানাধীন উচাখিলা ইউনিয়নের হাঁসের আলগী গ্রামের অন্তর্গত শিক্ষা প্রতিষ্ঠান আবু আকতার খান একাডেমীর দশম শ্রেনীর ছাত্রী। মূল অভিযুক্ত মোঃ জহিরুল ইসলাম মনির(২০) ভিকটিমের প্রতিবেশি হওয়ায় ভিকটিম‘কে স্কুলে যাওয়া-আসার পথে প্রতিনিয়তই প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। ভিকটিম বিবাদীর প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় আসামি জহিরুল ভিকটিমকে স্কুলে যাওয়ার সময় রাস্তার পাশে উৎ পেতে থাকতো এবং কু-প্রস্তাব দিত। ভিকটিম উক্ত ঘটনার বিষয়ে তার পরিবারের লোকজনদের জানালে পরিবারের লোকজন আসামীর অভিভাবককে জানায়। কিন্তু আসামীর অভিভাবক উক্ত ঘটনার বিষয়ে কোন ব্যবস্থা নেয় নি। গত ২৩/০৩/২০২৪ তারিখে রাত আনুমানিক ০৯.০০ ঘটিকায় বাদী তারাবির নামাজ পড়ার সময় ভিকটিম ঘরের বাহিরে টিউবয়েল থেকে পানি আনতে বের হয়। সেই সুযোগে সেখানে উৎ পেতে থাকা আসামী জহিরুল ইসলাম মনির ভিকটিমের (১৫) নাক, মুখ চেপে ধরে পাশের বাঁশঝাড়ে নিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে দৌড়ে পালিয়ে যায়।
৩। এই ধর্ষণের ঘটনায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। উক্ত ঘটনায় ভিকটিমের নানী মোছাঃ জায়েদা খাতুন(৫৫), স্বামী-জামাল উদ্দিন, সাং-হাঁসের আলগী, থানা-ঈশ্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহ বাদী হয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং-২৩, তারিখঃ ২৫/০৫/২০২৪খ্রি., ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০, (সং/২০২০) এর ৯(১) । এ ঘটনার পর পরেই র্যাবের একটি দল ঘটনার বিষয়ে ছায়াতদন্তে নামে এবং আসামী গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী শুরু করে।
৪। এরই ধারাবাহিকতায়, বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে অধিনায়ক র্যাব-১৪, ময়মনসিংহ মহোদয়ের নির্দেশক্রমে র্যাব-১৪, সদর ব্যাটালিয়নের অপারেশনস্ অফিসার অতিরিক্ত পুলিশ সুপার জুলফিকার আলী, সহঃ পুলিশ সুপার মুহাঃ জাহিদ হাসান ও র্যাব-১১ এর সহঃ পুলিশ সুপার সনদ বড়ুয়া’র নেতৃত্বে একটি যৌথাভিযানিক দল ইং ০৯/০৫/২০২৪ তারিখ সকাল অনুমান ১১.৩০ ঘটিকায় নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুঁড়ি খিরত আলী মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার পলাতক আসামি ১। মোঃ জহিরুল ইসলাম মনির(২০), পিতা-মোঃ সুলতান উদ্দিন, সাং-হাঁসের আলগী, থানা-ঈশ্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহ‘কে গ্রেফতার করতে সক্ষম হয়
৫। ধৃত আসামি‘কে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
৬। এ ধরনের অপরাধের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।