প্রতিনিধি ৯ মে ২০২৪ , ১২:৩০:৪১ প্রিন্ট সংস্করণ
চলতি আইপিএল মৌসুমে একের পর এক বাজে পারফরম্যান্স দিয়ে যাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স। জায়ান্ট এই দলটি এবার তার খেসারতও দিল। মাঠে না নামলেও বুধবার আসর থেকে বিদায় নিলেন হার্দিক পান্ডিয়ারা।
গতকাল হায়দরাবাদ ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের খেলা ছিল। যেখানে ঘরের মাঠে লাক্ষ্ণৌকে উড়িয়ে দিয়েছে হায়দারাদ।ফলে ১২ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট হয়েছে প্যাট কামিন্সদের। আইপিএলের পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা কলকাতা নাইট রাইডার্সের পয়েন্ট ১৬। দ্বিতীয় স্থানে থাকা রাজস্থান রয়্যালসের পয়েন্টও ১৬। তিন নম্বরে রয়েছে হায়দরাবাদ।
মুম্বাইর বাকি ২ টি ম্যাচ। সেই ২টি ম্যাচ জিতলেও সর্বাধিক ১২ পয়েন্ট হবে তাদের। ইতিমধ্যেই তিনটি দলের পয়েন্ট তাদের থেকে বেশি। আগামী মঙ্গলবার দিল্লি বনাম লক্ষ্ণৌর খেলা। সেই ম্যাচে যে দল জিতবে তাদের ১৪ পয়েন্ট হয়ে যাবে। যদি খেলা কোনো কারণে ভেস্তে যায় তা হলেও ১৩ পয়েন্ট হবে তাদের। মুম্বাই কোনো ভাবেই ১২ পয়েন্টের বেশি পাবে না।