সারাদেশ

ময়নসিংহে ঘোড়া প্রতীকের আশরাফ হোসাইনকে নিয়েই হাটছে সদরবাসী

  শরৎ সেলিম ৯ মে ২০২৪ , ১০:০১:২৮ প্রিন্ট সংস্করণ

ময়নসিংহে ঘোড়া প্রতীকের আশরাফ হোসাইনকে নিয়েই হাটছে সদরবাসী
ময়নসিংহে ঘোড়া প্রতীকের আশরাফ হোসাইনকে নিয়েই হাটছে সদরবাসী

বাংলাদের সফল রাষ্ট্র নায়ক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে ময়মনসিংহ সদরের প্রতিটি  ইউনিয়ন গুলোতে বাস্তবায়ন করে জমমতে প্রশংসিত সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসাইন। 

বর্তমান সময়ে সৎ নিরহংকার মিশুক এই প্রকৃত দেশ প্রেমিক মানুষটিকে নিয়ে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত করায় হাটছে সদরবাসী 

এবিষয়ে সরেজমিনে দেখা মেলে হাজার হাজার মানুষের সমর্থন,  সদরের বোরর চর অষ্টধার ভবখালী নীলক্ষীয়া ইশ্বরদিয়া, দাপুনিয়া সহ ১১ টি ইউনিয়নেই  ঘোড়া প্রতীকের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে

মানুষের কাঙ্খিংত জয়ের রাস্তা আশরাফ হোসাইনের ঘোড়া। সাধারন ভোটারদের জয়ের মার্কা ঘোড়া.

তাই আসছে ২১ মে ২০২৪ ঘোড়া প্রতীকের  জয়ের ব্যাপারে সবচেয়ে বেশী আশাবাদী ময়মনসিং সদরবাসী

আরও খবর

                   

সম্পর্কিত