প্রতিনিধি ৮ মে ২০২৪ , ৩:০২:২৬ প্রিন্ট সংস্করণ
ষষ্ঠ উপজেলা নির্বাচনে কেন্দ্রে গিয়ে ভোট দিলেন ১১০ বছর বয়সী বৃদ্ধা।
সকাল থেকে ভোটার উপস্থিতি খুবই কম। তার মাঝেই বরিশাল সদর উপজেলার একটি কেন্দ্রে নাতির সঙ্গে ভোট দিয়েছেন ১১০ বছর বয়সী বৃদ্ধা।
৮মে সকাল ১০ টার দিকে ৩০ নং চড় আইচা-২ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে আসেন ওই বৃদ্ধা। ওই বৃদ্ধা নাম বৃথা হাইতুন্নেছা (১১০)। তিনি সদর উপজেলার পশ্চিম চরআইচা এলাকার বাসিন্দা।