প্রতিনিধি ৮ মে ২০২৪ , ১০:৫৮:০৬ প্রিন্ট সংস্করণ
প্রকাশ পেল রায়হান রাফি পরিচালিত ও ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত পরবর্তী সিনেমা ‘তুফান’-এর টিজার। ১ মিনিট ২১ সেকেন্ডের এই টিজারটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে।
মঙ্গলবার দুপুরে তারা প্রকাশ করলেন সিনেমাটির টিজার। যার কারণে ভয়ংকর তুফানি ঝড়ের সংকেত দিয়েছেন নায়ক-নির্মাতা। সিনেমার পোস্টার ফেসবুকে প্রকাশ করে শাকিব খান লিখেন,বাংলার আকাশে বাতাসে আজ এক ভয়ংকর তুফানি ঝড়ের সম্ভাবনা দেখা দিয়েছে।
অনেকেই বলেছেন, যেন বলিউড কিংবা দক্ষিণী সিনেমার টিজার ‘তুফান’। রায়হান রাফী ও শাকিব খান জুটি ঢালিউডকে নতুন কিছু উপহার দিতে চলেছেন।
জানা যায়, একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে রায়হান রাফির তুফান সিনেমা। যেখানে উঠে আসবে নব্বই দশকের চিত্র। সে সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনি নিয়েই এগিয়ে যাবে তুফানের গল্প।
যৌথ প্রযোজনায় ‘তুফান’-এ যুক্ত আছে বাংলাদেশের নামি প্রযোজনা সংস্থা চরকি ও আলফা আই, ভারত থেকে যুক্ত এসভিএফ।
শাকিব খান ও চঞ্চল চৌধুরী ছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী ও নায়িকা মাসুমা রহমান নাবিলা প্রমুখ। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘তুফান’।