অপরাধ

সিএমপি’র অভিযানে গণধর্ষণ আসামি গ্রেফতার

  প্রতিনিধি ৭ মে ২০২৪ , ৪:০২:৩৯ প্রিন্ট সংস্করণ

সিএমপি'র অভিযানে গণধর্ষণ আসামি গ্রেফতার
সিএমপি'র অভিযানে গণধর্ষণ আসামি গ্রেফতার

সিএমপি’র ডবলমুরিং থানার অভিযানে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার দুইজন আসামি গ্রেফতার; ধর্ষণকাজে ব্যবহৃত সিএনজি উদ্ধার।

গত ০৩/০৫/২৪ খ্রি. সন্ধ্যা ১৯:০০ ঘটিকায় ডবলমুরিং থানা এলাকা থেকে সাগরপাড়ে ঘুরতে যাওয়ার কথা বলে জনৈক ভিকটিম (১৭)-কে সিএনজিতে তুলে পূর্বপরিচিত সাগর (১৯) ও সিএনজি ড্রাইভার মোঃ আক্তার (৩১) ইপিজেড এলাকার একটি নির্জন জায়গায় গিয়ে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। অভিযোগ প্রাপ্তির সাথে সাথে উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) জনাব নিহাদ আদনান তাইয়ান মহোদয়ের নির্দেশনায়,

May be an image of 1 person and text

এডিসি (পশ্চিম) জনাব স্পিনা রানী প্রামাণিকের তত্ত্বাবধানে এবং এসি (ডবলমুরিং জোন) জনাব সব্যসাচী মজুমদারের নেতৃত্বে বিশেষ আভিযানিক টিম নগরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে গত ০৫/০৫/২৪ খ্রি. রাতে আসামি সাগর ও ০৬/০৫/২৪ খ্রি. রাতে আসামি মোঃ আক্তারকে গ্রেফতার করেন এবং ঘটনায় ব্যবহৃত সিএনজিটি উদ্ধারপূর্বক জব্দ করেন।

আরও খবর

                   

সম্পর্কিত