প্রতিনিধি ৬ মে ২০২৪ , ২:২২:৪১ প্রিন্ট সংস্করণ
২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান আক্রমণের ফলে কমপক্ষে ৩৪ হাজার ৬৮৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। ৫ মে রোববার অবরুদ্ধ এই ছিটমহলের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে,গত ৭ মাস ধরে চলমান এই হামলায় ৭৮ হাজার ১৮ জন ফিলিস্তিনি আহত হয়েছে।
বিবৃতিতে বলা হয়,গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় ২৯ জন নিহত ও ১১০ জন আহত হয়েছে। অনেকেই এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছে। কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আন্তঃসীমান্ত হামলায় ১ হাজার ২০০ ইসরায়েলি নাগরিক নিহত হয়। একইদিন গাজা উপত্যকায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। ৭ মাস ধরে চলা এই যুদ্ধে ৩৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই নারী এবং শিশু।
সূত্র: আনাদোলু এজেন্সি