আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত, নিহত ফিলিস্তিনির সংখ্যা প্রায় ৩৪,৭০০

  প্রতিনিধি ৬ মে ২০২৪ , ২:২২:৪১ প্রিন্ট সংস্করণ

গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত, নিহত ফিলিস্তিনির সংখ্যা প্রায় ৩৪,৭০০
ছবিঃ সংগৃহীত

২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান আক্রমণের ফলে কমপক্ষে ৩৪ হাজার ৬৮৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। ৫ মে রোববার অবরুদ্ধ এই ছিটমহলের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে,গত ৭ মাস ধরে চলমান এই হামলায় ৭৮ হাজার ১৮ জন ফিলিস্তিনি আহত হয়েছে।

বিবৃতিতে বলা হয়,গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় ২৯ জন নিহত ও ১১০ জন আহত হয়েছে। অনেকেই এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছে। কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আন্তঃসীমান্ত হামলায় ১ হাজার ২০০ ইসরায়েলি নাগরিক নিহত হয়। একইদিন গাজা উপত্যকায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। ৭ মাস ধরে চলা এই যুদ্ধে ৩৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই নারী এবং শিশু।

সূত্র: আনাদোলু এজেন্সি

আরও খবর

                   

সম্পর্কিত