জাতীয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  প্রতিনিধি ৬ মে ২০২৪ , ১:১৭:১৮ প্রিন্ট সংস্করণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবিঃ সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জিসান আহমেদ নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

৬ মে সকাল পৌনে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের জেনারেটর বাজার সংলগ্ন স্থানের একটি গাছ থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এস আই) জি এম আসলামুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

জিসান আহমেদ বিশ্ববিদ্যালয়ের আল-বেরুনী হলের কর্মচারী মো. নুজরুল ইসলামের (৫০) ছেলে ও বিশ্ববিদ্যালয়ের কলাবাগান এলাকার বাসিন্দা।তার দেশের বাড়ি শরিয়তপুর জেলার জাজিরা থানার বড়গ্রামে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া বলেন, পিংকীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি শ্যামপুর থানাকে জানানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

আরও খবর

                   

সম্পর্কিত