শরৎ সেলিম ৫ মে ২০২৪ , ১০:০০:৫৬ প্রিন্ট সংস্করণ
সরকারের উন্নয়নকে বাস্তবায়ন করেছি কারো ক্ষতি করি নাই —
২১ মে ২০২৪ ময়মনসিংহ সদর উপজেলা নির্বাচনে ঘোড়া প্রতীকের হেভিওয়েড প্রার্থী সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসাইনকে নিয়ে ব্যাপক আশাবাদী উপজেলার সাধারন ভোটারগন।
ময়মনসিংহের ব্রহ্মপুত্রের পাড় ঘেষা চর জনপদ ও সদরের প্রতিটি ইউনিয়নের বিগত সময়ে ইটের সলিং নতুন রাস্তা নির্মান, মাতৃকালীন ভাতা, বয়স্ক বিধবা ভাতা,প্রতিবন্ধি ভাতা সহ সরকারের সকল সুবিধাকে
জনদ্বারে বাস্তবায়ত করেছেন। তার সততা ও চিন্তায় সাজিয়েছেন আধুনিক সদরের প্রতিটি এলাকা।
সিরতা, পরানগঞ্জ, বোরর চর, কুষ্টিয়া,অষ্টধার, ইশ্বরদিয়া, নিলক্ষীয়া,ঘাগড়া, দাপুনিয়া ভাবখালী ইউ নিয়ন বাসীর কথা মতে জানাযায় দীর্ঘ অবহেলিত ইউনিয়ন গুলো যে উন্নয়ন হয়েছে তা আশরাফ চেয়ারম্যান সময়ই, তিনি সৎ কর্মকান্ডের মাধ্যমে তা সফল করেছেন আমাদের গ্রামীন উন্নয়নের হীরক আশরাফ ভাইকে আবারও চেয়ারম্যান হিসেবে পেতে চাই
গতকাল ৩ মে চরনীলক্ষীয়া সহ বিভিন্ন এলাকায় ঘোড়া প্রতীকের প্রার্থী জননেতা আশরাফ হোসাইন বলে বিগত সময়ই নয় সবসময় আপনাদের পাশে কাজকরছি, আমার জানামতে কাউকে মিথ্যা আশ্বাস প্রদান করিনি তাই বলবো যদি চেয়াম্যান হিসেবে বাংলাদেেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসির উন্নয়নকে জনদ্বারে পৌছে থাকি বর্তমানের প্রার্থীদের চেয়ে বেশী যোগ্য হই তাহলে আপনার সন্তান আপনার ভাই হিসেবে আসছে ২১ মে ২০২৪ আমার ঘোড়া প্রকীক জয়যুক্ত করে সকল অসমাপ্ত উন্নয়নের সুযোগ দেবেন।
শ র ৎ সে লি ম