আন্তর্জাতিক

‘হ্যারি পটার’খ্যাত অভিনেতা এবার ভারতীয় সিরিজে

  প্রতিনিধি ৪ মে ২০২৪ , ১:৩৭:৪১ প্রিন্ট সংস্করণ

‘হ্যারি পটার’খ্যাত অভিনেতা এবার ভারতীয় সিরিজে
ছবিঃ সংগৃহীত

পরে নানা ধরনের সিনেমায় অভিনয় করেছেন টম ফেলটন।তবে এই ব্রিটিশ অভিনেতা বিশ্বব্যাপী পরিচিতি পান ‘হ্যারি পটার’ সিনেমা সিরিজে ‘ড্রেকো ম্যালফয়’ চরিত্রে অভিনয় করে।

৩৬ বছর বয়সী এই তারকাকে এবার দেখা যাবে ভারতীয় নির্মাতা হংসল মেহতার নতুন সিরিজে। পরিচালক হংসল মেহতা তাঁর নতুন ওয়েব সিরিজ ‘গান্ধী’র শুটিংয়ে ব্যস্ত। এর আগে জানা গিয়েছিল, সিরিজে মহাত্মা গান্ধীর চরিত্রে অভিনয় করবেন পরিচালকের ‘শিষ্য’ প্রতীক গান্ধী।

এ সিরিজে অভিনয় প্রসঙ্গে টম বলেন, ‘গান্ধীর জীবনে লন্ডনে কাটানো সময়ের গল্পে আমি থাকছি। হংসল ও প্রতীকের সঙ্গে কাজের সুযোগ পেয়ে আমি আনন্দিত।’

টম ছাড়াও সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন লিবি মাই, মলি রাইট, র‌্যাল্‌ফ অ্যাডেনিই, জেমস মারে, লিন্ডন আলেক্সান্ডার, জোন্নো ডেভিস ও সাইমন লেনন। অভিনেতাদের ছবি সমাজিক মাধ্যমে পোস্ট করে খবরটি জানিয়েছেন হংসল।
এই সিরিজে মহাত্মা গান্ধীর স্ত্রী কস্তুরবা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন ভামিনি ওঝা। ঐতিহাসিক রামচন্দ্র গুহের লেখা ‘গান্ধী বিফোর ইন্ডিয়া’ ও ‘গান্ধী: ইয়ার দ্যাট চেঞ্জড দ্য ওয়ার্ল্ড’ বই দুটির আধারে তৈরি হচ্ছে সিরিজটি।

আরও খবর

                   

সম্পর্কিত