প্রতিনিধি ৪ মে ২০২৪ , ১:০৫:২৪ প্রিন্ট সংস্করণ
স্বাস্থ্য বিভাগে ডিরেক্টর পদে জনবল নেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি
প্রার্থীকে সরকারি-বেসরকারি হাসপাতালে অন্তত ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে
পদের নাম-ডিরেক্টর, হেলথ ডিপার্টমেন্ট
পদসংখ্যা- ১
যোগ্যতা:মেডিকেল-সংশ্লিষ্ট বিষয়ে অবশ্যই স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাবলিক হেলথ/হেলথ সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধন থাকতে হবে।
সরকারি বা বেসরকারি হাসপাতালে অন্তত ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অবসরপ্রাপ্ত সরকারি বা আধা সরকারি মেডিকেল কর্মকর্তাদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রজেক্ট ম্যানেজমেন্ট, প্ল্যানিং, মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন, প্রোগ্রাম/ফিন্যান্স রিপোর্টিংয়ে অভিজ্ঞ হতে হবে।
নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।