প্রতিনিধি ৩ মে ২০২৪ , ৮:১৮:৫৫ প্রিন্ট সংস্করণ
৫ ম্যাচ টি-২০ সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ১২৫ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে।
টসে জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ২০ ওভারে সব উইকেট হারিয়ে জিম্বাবুয়ে সংগ্রহ করে ১২৪ রান।শুক্রবার চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের । দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট হারিয়ে ফেলে তারা। দুই বলে কোনো রান করার আগেই মাহেদী হাসানের বলে বোল্ড হন ক্রেইগ আরভিন। তবে আরেক প্রান্তে ব্রায়ান বেনেট ভরসা জোগাচ্ছিলেন।
বাংলাদেশের বোলারদের মধ্যে ৩টি করে উইকেট তাসকিন ও সাইফউদ্দিনে। ৪ ওভারে ১৪ রানে ৩ উইকেট নেন তাসকিন। সাইফউদ্দিন ১৮ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে ৪ ওভারে ১৫ রানে ৩ উইকেট নেন। ৪ ওভারে ১৬ রানে ২ উইকেট মেহেদী হাসানের।