প্রতিনিধি ২ মে ২০২৪ , ১২:২৯:১১ প্রিন্ট সংস্করণ
গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের ফান্ডের লভ্যাংশের ২৫ কোটি টাকা আত্মসাত ও পাচারের অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস ।
বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন এ আদেশ দেন। আগামী ২ জুন অভিযোগ গঠনের শুনানির পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত।
সকালে ড. মুহাম্মদ ইউনূস পূর্বশর্তে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। আজ আদালতে এ মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল।
সকাল পৌনে ১১টার দিকে বিশেষ জজ আদালত-৪ এ হাজির হন তিনি। হাজির হন মামলার অন্য আসামিরাও।
ইউনূসের আইনজীবী জানায় , আজ তারা জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন করবেন।
এর আগে গত ২ এপ্রিল ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন আদালত। ওইদিন মামলাটি বিচারের জন্য বদলি করা হয় বিশেষ জজ আদালত-৪ এ।