প্রতিনিধি ১ মে ২০২৪ , ১১:০৮:৩৭ প্রিন্ট সংস্করণ
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, ‘‘মিল্টন সমাদ্দারকে আমরা আটক করেছি। তার বিরুদ্ধে অজস্র অভিযোগ। সব অভিযোগই আমরা তদন্ত করছি।’’
ডিবি হারুন বলেন, মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মানবপাচার, অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি, মারধরের অভিযোগ রয়েছে। এ ছাড়া মৃত্যু সনদ জালিয়াতি, বেআইনিভাবে মরদেহ দাফনসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে অজস্র অভিযোগ। এসব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
ডিবি হারুন অর রশীদ বলেন, বেশিরভাগ লাশ মিল্টন রাতে দাফন করেন। তাকে জিজ্ঞাসা করা হলো রাতে লাশ কেন দাফন করেন? মিল্টন উত্তরে জানান, রাতে লাশ দাফন না করলে মানুষ তাকে প্রশ্ন করেন।
চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’’ বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ । আটকের পর ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিবিপ্রধান এসব কথা বলেন।