জাতীয়

খালেদা জিয়া হাসপাতালে

  প্রতিনিধি ১ মে ২০২৪ , ১০:১১:০৫ প্রিন্ট সংস্করণ

খালেদা জিয়া হাসপাতালে
ছবিঃ সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সূত্রে এ তথ্য জানা গেছে, চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করে তাঁর স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা করা হচ্ছে। তাঁর হাসপাতালে থাকা না–থাকার প্রশ্নে মেডিকেল বোর্ডের সদস্যরা রাতে বৈঠক করে সিদ্ধান্ত নেবেন।

পাঁচ মাসেরও বেশি সময় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ১১ জানুয়ারি বাসায় ফিরেছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এর আগে গত বছরের ৯ আগস্ট রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন। সেখানে পাঁচ মাসেরও বেশি সময় চিকিৎসাধীন ছিলেন তিনি।

আরও খবর

                   

সম্পর্কিত