Ockotwali Mymensingh ১ মে ২০২৪ , ৭:০৪:২৫ প্রিন্ট সংস্করণ
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং ০১/০৫/২০২৪ তারিখ গ্রেফতার ১০ জন।
গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়ামোট ১০ জন আসামী গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) আসাদুজ্জামান, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স
সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া হত্যা মামলার আসামী ১। মোঃ ফয়সাল মিয়া (৩২), পিতা-
মৃত ফয়েজ উদ্দিন, সাং- চর ঈশ্বরদিয়া, শিমুলতলি মোড়, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে
গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) আল মামুন, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ
থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া প্রতারনা মামলার আসামী ১। আব্দুল্লাহ আল মামুন ওরফে
নোমান (২৮), পিতা-মিজানুর রহমান, স্থায়ী সাং-হালগড়া, থানা-শ্রীবর্দী, জেলা-শেরপুর, বর্তমান
ঠিকানা-সাং-টিটিসি, মাসকান্দা মসজিদের ইমাম, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা
হয়।
এসআই(নিঃ) রুবেল মিয়া, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ
থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া চুরি মামলার আসামী ১। ওমর চন্দ্র সরকার (২৮), পিতা-
নিখিল চন্দ্র সরকার, মাতা-অর্চনা রানী সরকার, সাং-কালিবাড়ী বস্তহারা বস্তি, থানা-কোতোয়ালী,
জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
ইহাছাড়াও এসআই(নিঃ) জহিরুল ইসলাম, এএসআই(নিঃ) নুরুজ্জামান, ছামিউল হক, মাহমুদুল হাসান
প্রত্যেকে থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ০৭ জন গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীদের
গ্রেফতার করেন।
গ্রেফতারী পরোয়ানায়ভুক্ত আসামীর নাম-ঠিকানা।
১। মোঃ তারা মিয়া, পিতা-মোঃ চান মিয়া, স্থায়ী : গ্রাম- ভাটি কাশর,(বড়বাড়ী) উপজেলা/থানা-
কোতোয়ালী মডেল, জেলা –ময়মনসিংহ
২। পলাশ বশাক, পিতা-মৃত-মহিদ্র বাশক, স্থায়ী: (সাং-দোকান নং- ৩/১১ – ৩/১২) হীরা ট্রেড সেন্টার ,
উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ,
৩। ১. বাবু, পিতা-মৃত হায়দার , ঠিকানা: স্থায়ী: (সাং-বলাশপুর (পশ্চিমপাড়া)) , উপজেলা/থানা-
কোতোয়ালী মডেল, জেলা –ময়মনসিংহ
৪। পলাশ বশাক, পিতা-মৃত-মহিদ্র বাশক, স্থায়ী: (সাং-সাহেব আলী রোড) , উপজেলা/থানা- কোতোয়ালী
মডেল, জেলা –ময়মনসিংহ
৫। পলাশ বশাক, পিতা-মৃত-মহিদ্র বাশক, স্থায়ী: (সাং-সাহেব আলী রোড) , উপজেলা/থানা- কোতোয়ালী
মডেল, জেলা –ময়মনসিংহ
৬। নাদিম হোসেন, পিতা-মোঃ বাদশা মিয়া, স্থায়ী : গ্রাম- আকুয়া চৌরঙ্গী মোড় , উপজেলা/থানা-
কোতোয়ালী মডেল, জেলা –ময়মনসিংহ
৭। পলাশ বশাক, পিতা-মৃত-মহিদ্র বাশক, স্থায়ী: (সাং-সাহেব আলী রোড) , উপজেলা/থানা- কোতোয়ালী
মডেল, জেলা –ময়মনসিংহ
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।