অপরাধ

সিএমপি আকবর শাহ্ থানার অভিযানে ০৫ কেজি গাঁজাসহ আটক ০১

  প্রতিনিধি ১ মে ২০২৪ , ৪:৫০:২০ প্রিন্ট সংস্করণ

সিএমপি আকবর শাহ্ থানার অভিযানে ০৫ কেজি গাঁজাসহ আটক ০১
ছবিঃ সংগৃহীত

সিএমপি আকবর শাহ্ থানার অভিযানে ০৫ কেজি গাঁজাসহ আটক ০১ জন।

May be an image of ‎2 people and ‎text that says "‎新 עמר শংখলা* শংখলানিরপত্তা নিরাপত্া প্রগতি বি(ে অভিযা 空 শাহ্ থানা চটগ্রা নি পুলিশ, চট্টগ্রাম। আকবরশাহ টিম কর্তৃক ዐ কেজি গাঁজা উদ্ধার গ্রেফতার כס জন‎"‎‎

সিএমপি পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব নিহাদ আদনান তাইয়ান মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব স্পিনা রানী প্রামাণিক ও সহকারী পুলিশ কমিশনার (পাহাড়তলী জোন) জনাব মো. মঈনুর রহমানের তত্ত্বাবধানে, আকবার শাহ্ থানার অফিসার ইনচার্জ জনাব গোলাম রব্বানীর নেতৃত্বে,

এসআই (নি.) মিজানুর রশিদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ০১/০৫/২০২৪ খ্রি. নগরীর আকবরশাহ্ থানাধীন সিটি গেইট পুলিশ চেকপোস্টসংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে শহিদ মিনারের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ০৫ কেজি গাঁজাসহ মো. হোসাইন (২০)-কে আটক করেন।

আরও খবর

                   

সম্পর্কিত