প্রতিনিধি ১ মে ২০২৪ , ১১:৪৫:৫২ প্রিন্ট সংস্করণ
জামালপুরের বকশীগঞ্জ থানাধীন হাসপাতাল রোড এলাকা থেকে অত্যাধুনিক উপায়ে পিকআপের বডির মধ্যে সেটিং করা অভিনব কায়দায় ২৫ কেজি ৫৫০ গ্রাম গাঁজা ও স্কট হিসাবে ব্যবহৃত মোটরসাইকেলসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিপিসি ১,জামালপুর ক্যাম্প।*
১। র্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি ও সন্ত্রাস, মাদক, অস্ত্র, অপহরণ, হত্যা, নারী নির্যাতন ও ধর্ষণসহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক ইতোমধ্যেই বিশেষ ভাবে প্রশংসিত হয়েছে। র্যাব-১৪ এর দায়িত্বপূর্ণ এলাকায় মাদক সংক্রান্ত অপরাধ কর্মকান্ড দমনের লক্ষ্যে র্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে সমাজ তথা দেশকে বাঁচাতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
২। এরই ধারাবাহিকতায়, ইং ৩০/০৪/২০২৪ খ্রি. তারিখ ১৫.৫০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল জামালপুর জেলা বকশীগঞ্জ থানাধীন হাসপাতাল রোড (পুরাতন বাস ষ্ট্যান্ড) মাবিয়া সার্ভিসিং সেন্টার, প্রোপ্রাইটর মোঃ মামুন মিয়া এর গ্যারেজের সামনে তল্লাশী পরিচালনা করে একটি টাটা পিকআপ ও স্কট হিসাবে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী ১।
মোঃ ইউনুছ আলী (৩২), (ড্রাইভার), পিতা-মৃত ফরিদ উদ্দিন, সাং- চৌকিদার পাড়া (পৌরসভা), ২। মোঃ আনোয়ারুল ইসলাম (২৬) (ড্রাইভার), পিতা- আব্দুল মালেক @ আব্দুল খালেক, সাং-খালিসা কালোয়া, উভয় থানা-কুড়িগ্রাম সদর, জেলা-কুড়িগ্রাম, ৩। আব্দুর রাজ্জাক @ জাহিদ (৩২), পিতা-মৃত আব্দুল খালেক, সাং-রুদ্ররাম, পোষ্ট-বড়বাড়ী, থানা-লালমনিরহাট সদর, জেলা-লালমনিরহাটদেরকে আটক করে। উপস্থিত লোকজনের সামনে টাটা পিকআপে অত্যাধুনিক উপায়ে পিকআপের বডির বাম পাশে ০৪টি বক্স তৈরী করে সেই বক্সের মধ্যে সেটিং করা অবস্থায় ২৫ কেজি ৫৫০ গ্রাম গাঁজা, ০১ টি টাটা পিকআপ(চাবিসহ), ০১ টি মটর সাইকেল(চাবিসহ), ০২ টি মোবাইল সেট (সীমসহ), নগদ-৪৯৯১/- (চার হাজার নয়শত একানব্বই) টাকা এবং ০২ টি লুঙ্গি উদ্ধার করতঃ জব্দ করা হয়। উদ্ধারকৃত জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য = ৭,৬৬,৫০০.০০ (সাত লক্ষ ছেষট্টি হাজার পাঁচশত) টাকা।
৩। গ্রেফতারকৃত মাদকব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
৪। উক্ত বিষয়ে ধৃত আসামীদের বিরুদ্ধে জামালপুর জেলার বকশীগঞ্জ থানায় মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে।