অপরাধ

১৭ বছরের নাবালক অপহৃত,মূলহোতাসহ গ্রেফতার ২

  প্রতিনিধি ৩০ এপ্রিল ২০২৪ , ৪:১১:১৩ প্রিন্ট সংস্করণ

১৭ বছরের নাবালক অপহৃত,মূলহোতাসহ গ্রেফতার ২
ছবিঃ সংগৃহীত

১৭ বছরের নাবালক অপহৃত আরিফ উদ্ধার; মূলহোতা ওসমানসহ ০২ জন কে জয়পুরহাটের ভেড়ারচড়া থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

র‌্যাব প্রাতিষ্ঠানিক সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে । জঙ্গি, সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষক মামলার আসামিসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট এর চৌকস অপারেশনাল দল ২৯ এপ্রিল ২০২৪ তারিখ ২৩৩০ ঘটিকায় জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন ভেড়ারচড়া এলাকা থেকে অপহরণকারী ১। মোঃ ওসমান গনী (২২), পিতা-মোঃ আবুল কালাম, ২। মোঃ নাইম হোসেন ফয়াসাল (১৭), পিতা-মোঃ ওলিউল হোসেন, ৩। মোঃ আশিক ইকবাল (২৭), পিতা-মোঃ আব্দুর রহিম, সকলের সাং-গলাই মাগুড়া, থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাট কে গ্রেফতার, পলাতক আসামী ৪। মোঃ মেহেদী হাসান (২২), ৫। মোঃ মিজানুর রহমান ও ৬। মোঃ সোহান মিয়া (২২) এবং ভিকটিম মোঃ আরিফুল ইসলাম (১৭), পিতা-মোঃ আলী জান, সাং-বরণ, থানা-পাঁচবিবি ও জেলা-জয়পুরহাট কে উদ্ধার করা হয়।

ঘটনা সূত্রে জানা যায়, ভিকটিম আরিফ গত ২৮-০৪-২০২৪ তারিখে বিকেলে আটাপুর ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের নির্বাচনের ফলাফল জানতে দিবাকরপুর উচ্চ বিদ্যালয় মাঠে যায়। ভোটের ফলাফল শুনে আরিফ বাসায় ফিরতে দেরী হলে ভিকটিমের বাবা আরিফের ব্যক্তিগত মোবাইল ফোনে কল দিলে অপরিচিত একজন মোবাইল ফোন রিসিভ করে বলে আপনার সন্তান আমাদের হেফাজতে আছে। আগামী ২৯-০৪-২০২৪ তারিখ সকাল ০৯০০ ঘটিকার মধ্যে ১০ লক্ষ টাকা দিয়ে আপনার ছেলেকে নিয়ে যাবেন।

ভিকটিম আরিফের ভাষ্যমতে, অপহরণকারীরা আরিফকে মুখ, হাত, পা ও চোখ বেধে নির্জন ভেড়ারচড়া নামক জঙ্গলে নিয়ে গিয়ে ঘুমের ঔষুধ সেবন করায় এবং আটকিয়ে রেখে মুখে টেপ ও গামছা পেচিয়ে বিভিন্নভাবে শারিরীক নির্যাতন করে।

পরবর্তীতে ২৯-০৪-২০২৪ তারিখ ভিকটিমের বাবা পাঁচবিবি থানা ও সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্প এ আরিফ অপহরণ সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করেন। ভিকটিমের বাবার অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল অপহরনকারী কে গ্রেফতার এবং ভিকটিম আরিফ কে উদ্ধারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ২৯-০৪-২০২৪ তারিখ জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন ভেড়ারচড়া নামক এলাকা হতে অপহরণ মূলহোতা ওসমান ও সহযোগী নাইম ও আশিক কে আটক এবং ভিকটিম আরিফ কে উদ্ধার করতে সক্ষম হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত ভিকটিম কে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর

                   

সম্পর্কিত