প্রতিনিধি ২৭ এপ্রিল ২০২৪ , ১০:৫০:৪৯ প্রিন্ট সংস্করণ
বাংলাদেশে বিশ্বের মধ্যে অন্যতম স্মার্ট হজ ব্যবস্থাপনা হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী মো: ফরিদুল হক খান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প-২০২১ ও ২০৪১ অনুসারে উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার অংশ হিসেবে হজ ব্যবস্থাপনায় আধুনিক তথ্য-প্রযুক্তির সন্নিবেশ ঘটানো হয়েছে।
মন্ত্রী বলেন, হজ ব্যবস্থাপনাকে ডিজিটালাইজড করা হয়েছে। এ সংক্রান্ত পোর্টালে নতুন নতুন ফিচার যুক্ত করা হচ্ছে। আগামী দিনে বাংলাদেশের হজ ব্যবস্থাপনা হবে বিশ্বের মধ্যে অন্যতম স্মার্ট।
ঢাকা হজ অফিসের সম্মেলন কক্ষে হজযাত্রী প্রশিক্ষণ-২০২৪ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।