প্রতিনিধি ২৪ এপ্রিল ২০২৪ , ২:১৪:০১ প্রিন্ট সংস্করণ
তার ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করতে না পারলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডে একটি সুত্র ঠিকই এ তথ্য জানাতে সক্ষম হয়েছে।
অবশ্য তিনিও শতভাগ নিশ্চয়তা দিতে পারেননি। তবে তিনি আশা করছেন ২৬ এপ্রিল চট্টগ্রামে জাতীয় দলের জিম্বাবুয়ে সিরিজের অনুশীলন ক্যাম্প শুরুর আগে বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফিরবেন সাকিব আল হাসান। সম্প্রতি জানা গিয়েছিল, চলমান ঢাকা প্রিমিয়ার লিগের আসরে আর দেখা যাবে না শেখ জামাল এই অলরাউন্ডারকে। কিন্তু ম্যানেজমেন্টের পরিকল্পনার অংশ হিসেবেই আবার ডিপিএল দিয়ে প্রস্তুতি সম্পন্ন করবেন লাল সবুজের নন্দিত এই অলরাউন্ডার। কেননা গেল বছরের নভেম্বরে ভারত বিশ্বকাপের পর সাকিব প্রথম কোন প্রতিদ্বন্দ্বিতামুলক ক্রিকেটে খেলেছেন চলতি বছরের জানুারিতে অনুষ্ঠিত বিপিএলে। চোখের দৃষ্টির জটিলতার কারণে সেখানেও তার সবগুলো ম্যাচ খেলা হয়ে ওঠেনি।
দুই মাস বিরতরি পর তার প্রথম কোন প্রতিদ্বন্দ্বিতামুলক ক্রিকেট ছিল চলমান ডিপিএল,যেখানে মাত্র তিনটি ম্যাচ খেলেছেন এই বাঁহাতি। এরপর ছুটি কাটাতে পরিবারের কাছে ফিরে গেছেন যুক্তরাষ্ট্রে।