প্রতিনিধি ২৪ এপ্রিল ২০২৪ , ১:০৫:২৭ প্রিন্ট সংস্করণ
১০ দিনে ৫ লক্ষ্য গাছের ছাড়া রুপন কর্মসূচির কাজ শুরু করেছে বাংলাদেশ ছাত্রলীগ।
তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও SDG অর্জনের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগের ১০ দিনে ৫ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে বাংলাদেশ ছাত্রলীগ, ময়মনসিংহ মহানগর শাখা এর পক্ষ থেকে শতাধিক গাছ রোপণ ও সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়।
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্দেশনায় তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও SDG অর্জনের লক্ষ্যে বৃক্ষ রোপন কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ ময়মনসিংহ মহানগর শাখার প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক নওশেল আহমেদ অনির নেতৃত্বে
গত ২ দিনে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ এবং টিচার্স ট্রেনিং কলেজ চত্বরে ১ হাজার বিভিন্ন ফলজ ও বনজ গাছ রোপন করে ছাত্রলীগ।