প্রতিনিধি ২৩ এপ্রিল ২০২৪ , ১:১২:৩৪ প্রিন্ট সংস্করণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার থাইল্যান্ড সফরের সময় দেশটির সঙ্গে বাংলাদেশের পাঁচটি চুক্তি, সমঝোতা স্মারক ও লেটার অব ইন্টেন্ট সই হবে।
সোমবার (২২ এপ্রিল) প্রধানমন্ত্রীর আসন্ন সফর সম্পর্কে একটি সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এ তথ্য জানান।
সফরকালে দুই দেশের সহযোগিতার ক্ষেত্রকে আরও বাড়ানোর লক্ষ্যে একটি চুক্তি, তিনটি সমঝোতা স্মারক ও একটি লেটার অব ইন্টেন্ট স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এগুলো হলো- অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তি, জ্বালানি সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক, পর্যটন সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক, শুল্ক সংক্রান্ত পারস্পরিক সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক এবং মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শুরু করার জন্য একটি লেটার অব ইন্টেন্ট।
দুই প্রধানমন্ত্রী এসব চুক্তি, সমঝোতা স্মারক ও লেটার অব ইন্টেন্ট স্বাক্ষর অনুষ্ঠান সরাসরি প্রত্যক্ষ করবেন।