প্রতিনিধি ২১ এপ্রিল ২০২৪ , ৩:০৮:৪৮ প্রিন্ট সংস্করণ
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে একসঙ্গে ছয় সন্তান প্রসব করেছেন নারী। এদের মধ্যে ৪ ছেলে ,২ মেয়ে। শিশুদের নিয়ে আনন্দে আত্মহারা মা জিনাত বিবি ও বাবা ওয়াহিদ পরিবার
শুক্রবার জিও নিউজের রিপোর্টে জানানো হয়, পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স হাসপাতালে ওই নারী সন্তানগুলো প্রসব করেন। বিশ্বের ৪৭০ কোটি নারীর মধ্যে এ মুহূর্তে তিনিই বিরল এই রেকর্ড স্থাপন করলেন। জিনাত বিবি ও তার স্বামী ওয়াহিদ থাকেন হাজারা কলোনিতে।
চিকিৎসকরা জানান, জন্মের সময় শিশুদের ওজন স্বাভাবিক ছিল। তারা সুস্থ আছে। সুস্থ আছেন তাদের মা-ও। তা সত্ত্বেও বাসায় নেওয়ার আগে পর্যন্ত শিশুদের ইনটেনসিভ কেয়ার ইউনিটে মেডিকেল তত্ত্বাবধানে রাখা হবে।