সারাদেশ

নালিতাবাড়ী পৌরভবন পোড়ানো মেয়রসহ আওয়ামীলীগের ৭৭ নেতাকর্মীর নামে মামলা

  শেরপুর প্রতিনিধিঃ আনিছ আহমেদ ১৬ ডিসেম্বর ২০২৪ , ১:৪৯:২৯ প্রিন্ট সংস্করণ

বৈষম্য বিরোধী আন্দোলনে গত ৫ আগস্ট সরকার পতনের পর বিকেলে শেরপুরের নালিতাবাড়ীতে পৌরসভা কার্যালয় ভাঙচুর,অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় সাবেক মেয়রসহ আওয়ামীলীগের ৭৭ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে৷ নালিতাবাড়ী পৌর এলাকার ছিটপাড়া মহল্লার ফরিদ মিয়া বাদী হয়ে শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে নালিতাবাড়ী থানায় মামলাটি দায়ের করেন।


মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক ওয়াজ কুরুণী, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অপসারিত সাবেক পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক, বর্তমান যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ বকুল, সাংগঠনিক সম্পাদক ও যোগানিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের সাবেক উপ-প্রচার সম্পাদক তাকিজুল ইসলাম তারা, তার ভাই এনামুল হক, রূপনারায়নকুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, শহর যুবলীগের সাধারণ সম্পাদক শরিফুজ্জামান সেতু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাজিবুল ইসলাম রাজিব, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ব্যবসায়ী আতিকুর রহমান মানিক, নয়াবিল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লতিফুল ইসলাম বকুল, নয়াবিল ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল মোমিন লিক্সন, সাবেক ইউপি সদস্য আজাহারুল ইসলাম, সাবেক কাউন্সিলর আজাহারুল ইসলাম, কাউন্সিলর প্রার্থী মোস্তাক আহমেদ, রাবারড্যাম সমবায় সমিতির সাধারণ সম্পাদক হীরা, সদ্যসাবেক মেয়র ঘনিষ্ট সহযোগী মাহিম, সোহেল মুন্সী, রবিনসহ মোট ৭৭ জন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট সরকার পতনের পর অভিযুক্তরা নালিতাবাড়ী পৌরসভা কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ করে প্রায় এক কোটি টাকার ক্ষতি করে। এছাড়াও শহরের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করে। পরে গত শুক্রবার রাতে ফরিদ মিয়া ৭৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন৷ নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানায় মামলা হয়েছে৷ আসামীদের গ্রেফতারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷

আরও খবর

                   

সম্পর্কিত